আজ ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাঁশখালীর অন্যতম সামাজিক সংগঠন ‘বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম’র উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০ জন দরিদ্র শীতার্ত মানুষকে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। চেচুরিয়া গ্রামের কুলীন পাড়াস্থ ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহাম্মদ কফিল উদ্দীন। সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ সংগঠক এডভোকেট কে.বি. এম বদরুল কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ লেখক ও সংগঠক আবু ওবাইদা আরাফাত।


অতিথিগণ তাঁদের বক্তব্যে বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের এ ধরণের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।অত্র অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফোরাম সদস্যগণ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যারা আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং মহান আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম প্রতি বছর শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তি