প্রিয় বাঁশখালীবাসী
আসসালামু আলাইকুম।
আপনারা অবগত আছেন যে, করোনা নামক এক ভয়ংকর ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ এক মহাসঙ্কটকাল অতিক্রম করছে। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, পৃথিবীর প্রায় সব দেশেই এই ভাইরাসের থাবা পড়েছে। আমরাও এর ব্যতিক্রম নই, আমাদের দেশেও ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। সারা দেশের মানুষ খুবই
ভয় ও একধরনের অস্বস্তি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (W.H.O), বাংলাদেশ সরকার এবং বিশেষজ্ঞগণ বারবার করে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে কিছু স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এমতাবস্থায়, বাঁশখালীর আপামর জনসাধারণের প্রতি আহবান, আপনারা আতঙ্কিত হবেন না। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে “কভিড ১৯ (COVID 19 SUPPORT GROUP) সাপোর্ট গ্রুপ” গঠন করা হয়েছে। করোনা সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে সময়ে সময়ে আপনাদের সাথে যোগাযোগ করে করোনা সংক্রমণ বিষয়ক সাম্প্রতিক তথ্য-উপাত্তসমূহ আপনাদের জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতা ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ্তালা সবার হেফাজত করুন।
প্রিয় বাঁশখালীবাসী, সালাম নিন। “COVID-19 সাপোর্ট গ্রুপ” জরুরী ভিত্তিতে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তা সেল তৈরী করেছে। এই সহায়তা সেল প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য নীচে উল্লেখিত চিকিৎসকবৃন্দের সাথে যোগাযোগ করুন।
জরুরী চিকিৎসা সহায়তা সেলের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের নামসমূহ এবং চিকিৎসাপরামর্শের সময়সূচি আপনাদের সদয় অবগতির জন্য জানানো হল:
সময়সূচি:
প্রতিদিন সকাল ৯.০০টা থেকে দুপুর ১২.০০টা। বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা।
শিশু রোগীদের (০ বয়স থেকে ১৫ বৎসর)জন্য পরামর্শ প্রদান করবেন:
ডা: মারুফুল কাদের ফোন- ০১৯১১ ২২৩ ২৩৭
ডা: মোহাম্মদ ছগির ফোন- ০১৭ ১২২৭ ৭৫৩০
ডা: নজরুল কাদের শিকদার ফোন-০১৯২৬৮২৫ ৩৭২ ডা: ফররুখ আহমদ ফোন- ০১৮৩০ ৭৭৭ ৭৭২ ডা: সৈয়দ মেজবাহুল হক ফোন:০১৭১১০৪২৬১৬
বয়স্ক রোগীদের (১৫ বৎসরের উর্ধ্বের জন্য পরামর্শ প্রদান করবেন:
ডা: নারায়ণ ধর ফোন: ০১৮৪১ ০৪৩ ৬৪৮ ডা: রফিকুল হাছান ফোন: ০১৭১২ ১১৬ ১৫৫ ডা: পঞ্চানন আচার্য্য ফোন: ০১৮৫৮ ১১৫ ৪৮৯ ডা: মো:মোস্তাফিজুর রহমান ফোন:০১৭১০৯১৪ ৭৩৪
ডা: রশিদ আহমদ ফোন: ০১৮১৯ ৩১৭ ৩৩৪ ডা: এস সি ধর ফোন: ০১৮১৯ ৩১৪ ৭৬৪(what’s app)
ডা: প্রভাত চন্দ্র বডুয়া ফোন: ০১৭১৬ ৪৬৯ ৭১১ ডা: আবু ইউসুফ চৌধুরী ফোন: ০১৮১৯ ৩৭৪ ২৭৩