BanshkhaliTimes

বাঁশখালী শিল্পকলা একাডেমির যৌথ সভা অনুষ্ঠিত

বাঁশখালী টাইমস: বাঁশখালী শিল্পকলা একাডেমি ২০১৩ সালে কেন্দ্রীয় শিল্পকলা একাডেমির অনুমোদন পায়। তারপর থেকে সংগীত ও নৃত্যের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে।
০৮.০৮.২০১৮ বুধবার বাঁশখালী শিল্পকলা একাডেমির নির্বাহী পরিষদ ও নিবন্ধিত শিল্পীদের যৌথ সভায় চিত্রাংকন ও তবলা প্রশিক্ষণ শাখা খোলার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সভায় আধুনিক সাউন্ড সিস্টেম ক্রয়ের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুমোদন দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বাঁশখালী শিল্পকলার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পদাধিকার বলে শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার শিল্পকলা একাডেমির ভবন নির্মাণে ভূমির সংস্থানেরও আশ্বাস দেন। শিল্পকলা একাডেমির সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আলোচনায় অংশ নেন এডভোকেট বিকাশ রঞ্জন ধর, কবি ও অধ্যাপক কমরুদ্দিন আহমদ, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ প্রণব কুমার সিকদার, কণ্ঠশিল্পী সুকুমার মল্লিক, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমূখ।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত পরিবেশিত শিল্পীদের সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোমেনা আক্তার।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *