বাঁশখালী যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

মুহাম্মদ মিজান বিন তাহের: চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন বাঁশখালী শাখার কার্যকরী কমিটির ত্রি- বার্ষিকী নির্বাচন আজ (৩০ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া বাজার লিজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ জয়নাল আবেদীন (বাইসাইকেল) ২৯১ ভোট পেয়ে সভাপতি ও আলহাজ্ব মোঃ ছিদ্দীক( ছাতা) ৩৮৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই বারের অনুষ্ঠিত ত্রি বার্ষিক নির্বাচনে সর্বমোট ৩৩ জন পদপ্রার্থী রয়েছে। তাদের মধ্যে সভাপতি পদে মোহাম্মাদ জয়নাল আবেদীন (বাইসাইকেল) মার্কার প্রতিক নিয়ে ২৯১ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (চেয়ার) আহমদ হোসেন পেয়েছেন ১৯৮ভোট এবং
মোহাম্মদ বাদশা (হারিকেন) পেয়েছেন ১২৪ভোট।
সহ -সভাপতি পদে রয়েছে ২ জন তার মধ্যে সুশান্ত দেব কালু (প্রজাপতি) মার্কায় ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী
আহমদ কবির মোজাহের (হাতুড়ি) মার্কা পেয়েছেন ২৫৬ ভোট।
সাধারন সম্পাদক পদে ২ জন তাদের
মধ্যে (ছাতা) মার্কায় আলহাজ্ব মোঃ ছিদ্দীক আহমদ পেয়েছেন ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বাস) মার্কা নিয়ে মোঃ ফরিদ তিনি পেয়েছেন ২৬১ ভোট।
সহ- সাধারন সম্পাদক পদে সর্বমোট ৫ জন তাদের মধ্যে মোঃ পিয়ারু (তলোয়ার) ১৬৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃবদিআলম (দোয়াতকলম) পেয়েছেন ১৬২ভোট,মোঃ জুলফিকার (গরুর গাড়ি)১২৯ভোট,মোঃ কামাল(গোলাপ ফুল)৬৭ ভোট,
মোঃ মাহমুদুল ইসলাম (উড়োজাহাজ),,, ভোট।
কোষাধ্যক্ষ পদে রয়েছে ৩ জন এদের মধ্যে মোঃ ওসমান চাকা পেয়েছেন ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার অপর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃ বেলাল (তালা) ১৩০ ভোট,আব্দুল খালেক (আনরস) ২২৫ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন তাদের মো: ছগির (হরিন) মধ্যে ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: দিদারুল আলম (আম) ১১১ ভোট,মোঃ হারুন (রিক্সা) ১৯১ভোট।

দপ্তর সম্পাদক পদে ৩ জন মোঃ মোরশেদ ( দেওয়ালঘড়ি) ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাইফুদ্দীন পেয়েছেন ৮৭ ভোট, মোঃশফিকুর রহমান( মাছ) ৯৩ ভোট।

প্রচার সম্পাদক পদে ৫ জন তাদের মধ্যে রয়েছে মোঃজহিরুল ইসলাম ( টেলিভিশন) ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজিত দেব(মাইক) পেয়েছেন ১২৭ ভোট,
মোঃ কফিল(ঢোল) ৭৪ ভোট,আলহাজ্ব রিজুয়ান (মই) ১১ভোট,
মোঃ পেজু ( টেলিফোন) ৪১ ভোট।

সদস্য পদে রয়েছে ৭ জন তাদের মধ্যে ৪ জন মোঃ জয়নাল আবেদীন জনু (মোরগ) পেয়েছেন ৪৫৪ ভোট পেয়ে প্রথম স্হান অধিকার করেছেন এবং মধু( হাস) পেয়েছেন ৩১৪ ভোট,শেখ ফরিদ উদ্দীন চৌধুরী (বৈদ্যুতিক পাকা) ২৯৫ ভোট,মোঃ জসিম উদ্দীন ( হাতি) ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ সময় নির্বাচন পরিচালনার দায়িত্বে ৫ জন বিশিষ্ট উপ পরিষদ কমিটির পক্ষে উপ পরিষদ কমিটির চেয়ারম্যান বাদশা মিয়া মজুমদার, সিরাজ মিয়া,নুরুল ইসলাম,দুলাল চন্দ্র দে, আব্দুর রহিম প্রমূখ দায়িত্ব পালন করেন এবং বাঁশখালী থানা পুলিশের পক্ষে এস আই হানিফ,এস আই হায়দার,এস আই আব্দুল হালিম সহ স্হানীয় ইউপি সদস্য মোঃ শের আলী,ও মোঃ নাছির তাদের কে সার্বিক ভাবে সহযোগিতা করেন।

সারাদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কোন ধরনের অ-প্রীতিকর ঘটনা ছাড়াই এই কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *