রামদাশহাটস্থ বাঁশখালী ( Banshkhali ) মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্চ মাসকে সেবা মাস হিসেবে ঘোষণা দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ।
সেবামাস উপলক্ষে বাঁশখালীর ( Banshkhali ) ৪ টি কেন্দ্রে ইউনিয়নভিত্তিক পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
৯ মার্চ পশ্চিম বাঁশখালী ( Banshkhali )দারুল ইসলাহ দাখিল মাদরাসা, ১৬ মার্চ গ্রীণল্যান্ড কেজি স্কুল- কাথরিয়া বাজার, ২৩ মার্চ পশ্চিম বাঁশখালী ( Banshkhali ) আইডিয়াল স্কুল- সেন্টার পুকুর পাড় রায়ছটা, ৩০ মার্চ শান্তি সংঘ- বাণীগ্রাম নতুন বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
তাছাড়া হাসপাতালে আউটডোর রোগীরা প্রতি সোম বার ৫০% ছাড়, সকল ধরণের পরীক্ষা ও ভর্তি রোগীরা ২৫% করে ছাড় পাবেন।
চিকিৎসা সেবায় নতুন সংযোজন ১৫০ টাকায় পারিবারিক হেলথ কার্ড ইস্যু করে সারাবছর বিশেষ ছাড়ে পরিবারের সকল সদস্যের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগও রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ||