বাঁশখালী টাইমস প্রতিবেদন: বাঁশখালী উপজেলার রামদাশ মুন্সির হাটস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাহী সদস্য নির্বাচন আজ ১২ নভেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।
গুনাগরীস্থ মাইশা স্কয়ারে সকালে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের।
এজিএমে বিগত সনের আয়-ব্যয় বিবরণী, লভ্যাংশ ও বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এতে হাসপাতালের নির্বাহী কমিটির সদস্য, শেয়ারহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনারের অধীনে অনুষ্ঠিত নির্বাহী সদস্য নির্বাচনে শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে ১০ জন নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- মুহাম্মদ জোনায়েদ চৌধুরী (পিপলু), কাজী মহসিন উদ্দিন, সফিক আহমদ, মুহাম্মদ হাসান, মোক্তার আহমদ, ডা: আজিম উদ্দিন, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ ইউনুস, এ,কে এম মাইনুদ্দীন, এডভোকেট আনোয়ার সাদাত।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা এই হাসপাতাল বাঁশখালীবাসীর দোরগোড়ায় নিরবচ্ছিন্নভাবে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতোমধ্যে অসংখ্য হত-দরিদ্র রোগী বিশেষ ছাড় ও বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ লাভ করেছেন।