বাঁশখালী টাইমস: বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আজ দুপুর ১২ টায় হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুচের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: ফররুখ আহমদ (ফারুক)।
সেমিনার নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন- ডা: ফেরদৌসী বেগম, ডা. রুমি দাশ, ডা. মিন্টু ধর, ডা. জনি সরকার ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামাল উদ্দীন আহমদ।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ নাছের বলেন- ‘চিকিৎসাসেবা এমন একটি পেশা যার মাধ্যমে প্রত্যক্ষ মানবসেবায় নিয়োজিত থাকা সম্ভব।
তিনি চিকিৎসাসেবা নিয়ে কোনধরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে মানুষের মধ্যে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সকলকে সজাগ ও সেবার মানসিকতা নিয়ে এ পেশার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাবার উদাত্ত আহবান জানান।
এতে বাঁশখালীর বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবার উন্নয়নকল্পে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।