বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার রামদাশহাটস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন আজ গুনাগরিস্থ মায়শা স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিপুলসংখ্যক ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সেলিম। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট আনোয়ার সাদাত।
দুপুরে নির্বাচন পরিদর্শন করেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম।
