মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর সদরে বেসরকারী সেবা প্রতিষ্ঠান বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন আজ ররিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বি.এ সিটি সেন্টারের ২য় তলায় হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ওসমান গণীর সভাপতিত্বে ও ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জসিম উদ্দীন আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ওসি (তদন্ত) কামাল উদ্দীন, বাঁশখালী হাসপাতালের সাবেক মেডিকাল অফিসার ডাঃ হারুনুর রশিদ, চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালের পরিচালক ডাঃ আবু তৈয়ব রাসেল, ডাঃ শাকিবুল ইসলাম, ডাঃ রইচ উদ্দীন সুজন, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক কাইচার আলম তালুকদার, আওয়ামীলীগনেতা আব্দুল আজিজ, জাফর আহমদ, এড.জালাল উদ্দীন, চাঁনপুর কাদেরিয়া সিঃ মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম ও ব্যাংকার আবুল বারেক।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।