বাঁশখালী টাইমস: বাঁশখালী মহিলা যুবলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির কন্যা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা।
আজ পৌরসদরস্থ জলদী গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মহিলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়।
রাওকাতুন নুর চৌধুরী পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে সক্রিয় ছিলেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ইথিকস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুরু দায়িত্ব পালন করেন৷
পিতার হাত ধরে রাজনীতিতে সক্রিয় ও বাঁশখালী যুবলীগের দায়িত্ব নেয়ার সংবাদে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
সম্মেলনে রাওকাতুন নূর চৌধুরী প্রিয়তাকে সভাপতি রোকসানা আক্তারকে সাধারণ সম্পাদক, তসলিমা আক্তার ও রহিমা আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা যুবলীগের আহবায়ক এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের প্যানেল মেয়র ডেইজি সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী, কার্য্য নির্বাহী সদস্য কামরুন্নাহার লিপি, উছমিন আরা বেলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান,ববাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।