বাঁশখালী টাইমস: মানবজীবনের অত্যাবশ্যকীয় উপাদান রক্ত। জীবনের অন্তিম অবস্থায় কিংবা আশংকাজনক পরিস্থিতির মুখোমুখি হলেই মানুষ বুঝতে পারে রক্ত, রক্তদাতা কিংবা রক্ত ব্যবস্থাপনাকারী সংগঠনের গুরুত্ব।
মানবসেবার মধ্যে রক্তদানের মতো পবিত্র ইবাদাত আর দ্বিতীয়টি নেই। এই পবিত্র উদ্যোগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাঁশখালী ব্লাড ব্যাংক।
৫ নভেম্বর সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ উপলক্ষে বাঁশখালী ডিগ্রী কলেজ হল রুমে এক দৃষ্টিনন্দন ও নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্লাড ব্যাংকের এ্যাডমিন ও কার্যকরী নিবার্হী সদস্য জাহাঙ্গীর হোছাইন সামিতের সভাপতিত্বে সিটিজি ব্লাড ব্যাংকের এ্যাডমিন মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল গফুর, লায়ন মুনমুন দত্ত মুন্না, কবি অধ্যাপক কমরুদ্দিন আহমদ, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক মানিক দে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সজিব নম শুভ বাঁশখালী ব্লাড ব্যাংকের উদ্দেশ্য-লক্ষ্য কর্মসূচির বিশদ ব্যাখ্যা সহ সারগর্ভ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাঁশখালী ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য এস.এম হানিফ। মানবতার কাজে বিশেষ সহযোগিতার জন্য বাঁশখালী ব্লাড ব্যাংকের এ্যাডমিন সজিব নম শুভ, রাহুল দে, মোজাম্মেল হক, বাপ্পী আচার্য়্য, রনি রয়, সঞ্জয় তালুকদার, সৌরভ দেব নাথ এবং কার্যকরী নিবার্হী সদস্য মোঃ জাহাঙ্গীর হোছাইন সামিত, সৌরভ, তালেব, জিসান, সাগর, রিমন, হানিফ, ফিরোজ, আকাশ শীল ও আলমগীর কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাঁশখালী ব্লাড ব্যাংকের এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সিটিজি ব্যাড ব্যাংক চট্টগ্রাম। মূল অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও বাঁশখালী ব্লাড ব্যাংকের এ্যাডমিনদের যৌথ উদ্যোগে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করা হয়। এর পর উপস্থিত কলেজ ছাত্র-ছাত্রী এবং শুভাকাংখীদের মধ্যে থেকে প্রায় ৮শত জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।