বাঁশখালী বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র ভবনের নির্মাণকাজের উদ্বোধন

মুহাম্মদ মিজান বিন তাহের: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার ৫ম তলা বিশিষ্ট বহু তল ভবনের নির্মান কাজ আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক বাঁশখালীর সর্বজন শ্রদ্বেয় আলেমেদ্বীন পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল (দাঃ বাঃ)।
উক্ত উদ্বোধন অনুষ্টানে উপস্হিত ছিলেন মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক,বিশিষ্ট আলেম আল্লামা মোস্তফা আলি (দা:বা:),
ওমান প্রবাসী হাফেজ মুহাম্মদ ওসমান গণি,জমি দাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ মিয়া তালুকদারের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী
মুহাম্মদ হোসাইন তালুকদার,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ আনছুর আলী তালুকদার,আলহাজ্ব মাহমুদ উল্লাহ(খলিল শাহপাড়া),আলহাজ্ব আসহাব উদ্দীন তালুকদার, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ সহ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকবৃন্দ

উক্ত ভবনের নির্মান কাজে দলমত  সকলের আন্তরিক সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *