BanshkhaliTimes

বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ৩০তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

BanshkhaliTimes

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম’র(বাফাচ) মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে আজ। ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব দাশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এভিপি নুরুল আনোয়ার চৌধুরী, সংগঠনের নির্বাহী পরিষদের মোহাম্মদ হোসাইন সিকদার, আব্দুল মাবুদ, মিজানুর রহমান,নুরুল হোসাইন,মো. শাহাবুদ্দিন, মিহির মিশকাত প্রমূখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, অভিভাবক সাইফুল ইসলাম,জনাব আব্দুর রাজ্জাক তাদের অনুভূতি ব্যক্ত করেন। জনাব গোফরান উদ্দীনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শাহরিয়ার ও আহমদুর রহমান মিটু।

উল্লেখ্য গত ত্রিশ বছরের ধারাবাহিকতায় মেধাবৃত্তি প্রদান করা হয় হলেও করোনা পরিস্থিতির কারণে সর্বসম্মতিক্রমে এবারের বৃত্তিগ্রহণ বাতিল করা হয়েছে। ৩০তম মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণীর মোট ৫৫জনকে বৃত্তি প্রদান করা হয়। সারা বাঁশখালীর প্রায় সবগুলো স্কুল ও মাদ্রাসা ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

#বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *