BanshkhaliTimes

বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী ৯ কাউন্সিলর

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর (পুরুষ): পদে ১নং ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি) পেয়েছেন ১৪০৩ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো মাহফুজুর রহমান আনিছ (পাঞ্জাবি)পেয়েছেন ১৭ ভোট।

২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া(পাঞ্জাবি) পেয়েছেন ৬৬৭ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী মিলন বড়ুয়া (ব্রিজ)পেয়েছেন ৩৩৭ ভোট।
৩নং ওয়ার্ডে জমশেদ আলম(ব্রিজ) পেয়েছেন ৩৪৪ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো. মানিকুল আলম (পানির বোতল) ২৫৬ ভোট।

৪নং ওয়ার্ডে আরিফ মাইনুদ্দিন (পাঞ্জাবি) পেয়েছেন ১১১৩ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী আজগর হোসেন (উটাপাখি) পেয়েছেন ৩৪৮ ভোট।

৫নং ওয়ার্ডে মো. ইসহাক (উটপাখি)৪০১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো. সোহেল (টেবিল ল্যাম্প) ৩৯২ ভোট।

৬নং ওয়ার্ডে মোঃআক্তার হোসেন (ব্রিজ)১২১১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী দিলীপ চক্রবর্তী (পাঞ্জাবি)৫৬৩ ভোট,

৭নং ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ) ৯০১ ভোট ও অপর প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আরাফাত উদ্দিন (টেবিল ল্যাম্প) ৪৫১ ভোট।

৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ (ব্ল্যাক বোর্ড)৯৩১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী ব্যোমপতি দাশ (ডালিম) ৭২০ ভোট।

৯নং ওয়ার্ডে বদিউল আলম (টেবিল ল্যাম্প)৬৬৫ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী দেলোয়ার হোছাইন (পাঞ্জাবি)৪৮৩ ভোট।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *