মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের উন্নয়ন বাজেট ঘোষণা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আলহাজ শেখ ফখরুদ্দিন চৌধুরী,
আওয়ামীলীগ নেতা ইলিয়াছ সাওদাগর, জমশেদ আলম, মাস্টার আলম, পৌর সচিব মোঃ নুরুল আবচার, হিসাব রক্ষক মোঃ ফারুক, বাঁশখালী পৌরসভা কাউন্সিলর বাবু দিলীপ চক্রবর্তী, অাবদুর রহমান, তপন কান্তি বড়ুয়া,জমশেদ আলম, আজগর হোসেন, নজরুল কবির, মোহাম্মাদ হারুন, বাবলা কুমার দাশ, মোহাম্মদ দেলোয়ার, রুজিনা আকতার, রুজিয়া সুলতানা রুজি, নারগিস আকতার, মিয়ার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জামাল উদ্দীন, সাবেক কাউন্সিলর মো: ইসহাক, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, বাঁশখালী পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পৌর কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী ২০১৮-১৯ অর্থ বছরের ১০৬কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।