তাফহীমুল ইসলাম, বাঁশখালী- আসন্ন বাঁশখালী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী হতে চান বাঁশখালী পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তমিজুর রহমান। তমিজুর রহমান পেশায় একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি রাজনৈতিক জীবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১৯৯৬ সালে জলদী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। রাজনীতি করতে গিয়ে তিনি করেছেন কারাভোগ, হয়েছেন ফেরারী।
পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে তমিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। রাজনীতি করতে গিয়ে ৬/৭ টা মামলা খেয়েছি, ব্যবসা হারিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করতে গিয়ে এলাকা ছাড়া হয়েছি। এবার দল নির্বাচনে গেলে দলীয় মনোনয়ন চাইবো, যদিও এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমার দলীয় কর্মকান্ড আমলে নিয়ে দল আমাকে মূল্যায়ন করবে আশা করি।’
অন্য এক প্রশ্নের জবাবে এই যুবনেতা আরো বলেন, ‘সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধ। দলীয় মনোনয়ন পেলে আমার ব্যক্তিগত ইমেজ ও দলীয় জনপ্রিয়তার ভিত্তিতে মানুষ আমাকে মেয়র নির্বাচিত করলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, আধুনিক পৌরসভা গড়বো ইনশাআল্লাহ।’