মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শনিবার (৪ জানুয়ারি)। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালীর পৌরসভা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা তরুণ ব্যবসায়ী মো. আরিফ মাঈনুদ্দীন, পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনছুর আলী, মোঃ সিরাজ,আলাওল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল আলম,
পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দীন রবিন, আলাওল কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দিদারুল আলম,ছাত্রলীগ নেতা মোঃ নোমান
সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।