তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভায় ১৬ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে প্রস্তাবিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ উদ্বোধন হয়েছে। আজ ৭ ডিসেম্বর ২০২০ সকালে প্রকল্পের এই কাজ উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মীর আবদুস শাহীদ। এসময় বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন রায়, প্রকল্পের ঠিকাদার এবিএম জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিনহাজ উদ্দীন, উপ সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন, ওয়াটার সাপ্লাই স্পেশালিষ্ট ইকরাম হোসেন, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসাইন, পৌর কর্মকর্তা কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ ইসমাইলসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রকল্প পরিচালক পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে প্রকল্পের প্রস্তাবিত স্থান সমূহ পরিদর্শন করেন।
- এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক মীর আবদুস শাহীদ বাঁশখালী টাইমসকে বলেন, ‘সরকার দেশের ৩ শতাধিক পৌরসভাকে ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় আনছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালী পৌরসভাকে ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের আওতাভুক্ত করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থাসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।’