বাঁশখালী টাইমস- বাঁশখালী পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের জন্য ১০২ কোটি ৭৬ লক্ষ ৮৬ হাজার ৫ শত ৩৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এ বাজেট ঘোষণা করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। বাজেট ঘোষণা শেষে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে, বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও বিশেষ অতিথি হিসেবে বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন, মহিলা কাউন্সিলর রুজিয়া সুলতানা রুজি, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, কাউন্সিলর আবদুর রহমান, কাউন্সিলর নজরুল কবির সিকদার, কাউন্সিলর আজগর হোসেন, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, তপন দাশ গুপ্ত, মিয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহামুুদুল ইসলাম ও গিয়াস কামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করিনা বরং সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার রাজনীতি। ব্যক্তি জীবনে আমার কোন চাওয়া পাওয়া নেই। আমি সবসময় বাঁশখালীর মানুষের পাশে আছি।’ এসময় পৌরসভার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো আন্তরিকভাবে কাজ করার আহবানও জানান তিনি।