BanshkhaliTimes

বাঁশখালী পৌরসভার মেয়র-কাউন্সিলর পদে ৬০ জনের মনোনয়নপত্র দাখিল

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: শীতের শুরুতে পৌর নির্বাচন সারাদেশে ছড়িয়েছে উত্তাপ। শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমার শেষদিনে মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌর নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সিনিয়র জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন চট্টগ্রাম মোহা. জাহাঙ্গীর হোসেন ও বাঁশখালী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে বাঁশখালী পৌরসভা ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪ জন হলেন- হামিদা বেগম , বর্তমান কাউন্সিলর রোজিনা আক্তার, মোসাম্মৎ সেতারা বেগম, সারাবান তাহুরা ফৈরদৌসী কলি।

সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ২ জন রোজিয়া সুলতানা রোজি ও রেবা তালুকদার।

অপরদিকে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ৪ জন বর্তমান কাউন্সিলর নার্গিস আক্তার, করিমা আক্তার, ছাদেকা নূর খান বিউটি, খালেদা বেগম প্রমুখ।

বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডে ৪ জন- মোহাম্মদ আনছুর আলী, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ আনিসুর রহমান, মোঃ আবদুর রহমান।

২ নং ওয়ার্ডে ৪ জন কাঞ্চন কুমার বড়ুয়া, মোঃ আব্দুল লতিফ, মিলন বড়ুয়া, হারুনুর রশিদ।

৩ নং ওয়ার্ডে ৯ জন – মোঃ আবদুল ওদুদ লেদু, জামশেদ আলম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ শাহাব উদ্দিন রবিন, মোহাম্মদ ফিরোজ শাহী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ মানিকুল আলম।

৪ নং ওয়ার্ডে ৫ জন- মোহাম্মদ আরিফ মাঈনুদ্দিন, মোঃ আজগর হোসেন, মোঃ আকতার হোসাইন, মোহাম্মদ মোক্তার উদ্দিন, মোহাম্মদ শামছুল ইসলাম হেলাল।

৫ নং ওয়ার্ডে ৮ জন- মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হোসাইন উদ্দিন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আহমদুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ নাঈমুল হক মানিক, মোহাম্মদ আমিরুজ্জামান গুরা মিয়া।

৬ নং ওয়ার্ডে ৩ জন- মোহাম্মদ আক্তার হোসেন, নির্মল কান্তি রুদ্র, দিলীপ চক্রবর্তী।

৭ নং ওয়ার্ডে ৫ জন শাহজাদা মোহাম্মদ আরফাত উদ্দিন, মোঃ জাকের হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আব্দুল গফুর, মোহাম্মদ নুরুল আলম।

৮ নং ওয়ার্ডে ৪ জন- মোহাম্মদ নুরুন্নবী, উত্তম কুমার কারণ, প্রণব কুমার দাশ, ব্যেমপ্রতি দাশ।

৯ নং ওয়ার্ডে ৬ জন- মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ ওমর ফারুক।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে পুনঃ তফসিল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ ১৫ ডিসেম্বর বুধবার, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ই ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ২৩ ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ই ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ই ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। বাঁশখালী পৌর নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন। এ বছর ৯টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্র রয়েছে।

এবার প্রথমবারের মতো বাঁশখালী পৌর নির্বাচনে ইভিএম ( ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দেয়ায় সাধারণ ভোটারগণের মাঝে উৎসবমুখর আমেজ পরিলক্ষিত হচ্ছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *