মুহাম্মদ মিজান বিন তাহের: কোভিড-১৯ করোনাভাইরাস থেকে মুসল্লিদের মুক্ত রাখার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বিভিন্ন মসজিদের মুসল্লীদের মাঝে সাবান বিতরণ করেছেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার ও শনিবার পৌরসভার সকল মসজিদে সাবান বিতরণ করা হয়েছে।
মসজিদে আসা সকল মুসল্লীদের মাঝে এ সব সাবান বিতরন করা হয়েছে। যাতে সাধারন জনগন এই করোনা ভাইরাস হতে নিরাপদ ও সুস্থ্য থাকতে পারেন।
এ ব্যাপারে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন উদ্দীন চৌধুরী বলেন, সমগ্র দেশ ও জাতি আজ করোনা ভাইরাসে আতঙ্ক। আতঙ্ক নয়, প্রয়োজন সর্তকতা।
নিজে সুস্থ্য থাকব এবং অন্যকে সুস্থ্য রাখার জন্য পৌরবাসীর প্রতি আমার এই ক্ষুদ্র উদ্যোগ। সৃষ্টিকর্তা যাতে আমাদের এ ভয়ানক ভাইরাস থেকে মুক্ত রাখেন সেই জন্য আমরা আল্লাহ তায়লার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। তিনি যাতে সমগ্র দেশবাসীকে হেফাজত করেন।