মিজান বিন তাহের: বাঁশখালী পৌরসভার ২০১৭-১৮ অর্থ-বছরের উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। বাঁশখালী পৌরসভা প্রাঙ্গণে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী থাকার কথা থাকলে তিনি ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি ।
অতিথির বক্তব্যকালে মেয়র বলেন, বাঁশখালী পৌরবাসীর কল্যাণে বাজেট কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন হয়। অর্থ বরাদ্ধ যা পাচ্ছি তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র।আগামী ৩ বছরের মধ্যে পৌরসভায় কাঁচা রাস্তা থাকবে না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, বাঁশখালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অাব্দুল গফুর, চেয়ারম্যান কফিল উদ্দিন, এড.আ,ন,ম শাহাদত আলম, আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস, বাঁশখালী থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, নীলকন্ঠ দাশ, বাঁশখালী পৌরসভা কাউন্সিলর, পৌর কর্মকর্তাসহ সরকারী, বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী ২০১৭-১৮ অর্থ বছরের ৫৭ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪০ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত চে’য়ে বিশেষ মোনাজাত করা হয়।