BanshkhaliTimes

বাঁশখালী পূজা উদযাপন পরিষদ গঠনকল্পে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখা গঠনকল্পে দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ১০ সেপ্টেম্বর বেলা ১২ টায় বাঁশখালী উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশিষ কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.। এ সময় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান, পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড.নিতাই প্রসাদ ঘোষ, এড. চন্দন বিশ্বাস, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহদত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি তাপস কুমার নন্দী, শ্যামল কান্তি দাশ, সুধীর মল্লিক রায়, সাবেক সাধারণ সম্পাদক নীলকন্ঠ দাশ, কাউন্সিলর প্রণব কুমার দাশ, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম লায়ন শেখর দত্ত, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব উত্তম কুমার কারণের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এড. অসীমা দেবী, টুটুন চক্রবর্তী প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে৷ বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এটা নিয়ে অনেকে রাজনীতি করতে চায়, কিছু কুচক্রীমহল দুর্গা পূজা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পায়তারা চালাতে চায়। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *