অভি সুশীল:বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নব গঠিত আহব্বায়ক কমিটির আহব্বায়ক শ্রী টুটন চক্রবর্তীকে ফুলের শুভেচ্ছা জানায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বৈলছড়ী ইউনিয়ন সংসদের সদস্যগন শুভেচ্ছা বিনিময় মুহর্তে উপস্থিত ছিলেন,, বাগীশিক- বৈলছড়ী ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা ডাঃ দিপাংকর তালুকদার, সভাপতি- নিউটন দাশ, সাধারন সম্পাদক- টিপু কান্তি ধর; সাংগঠনিক সম্পাদক- অভি সুশীল; অর্থ সম্পাদক- রনি দত্ত; ত্রান ও পূর্ণবাসন সম্পাদক- রাজকমল দাশ, বৈলছড়ী ইউনিয়ন সংসদ ও ওয়ার্ড় কমিটির সদস্য বৃন্দ আরো উপস্থিত ছিলেন- বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সহ সাধারন সম্পাদক, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সদস্য ধীমান দাশ শাওন,; বাগীশিক কাঁশখালী উপজেলা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সদস্য বিপ্লব দাশ কাঁকন।
ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে আহব্বায়ক টুটন চক্রবর্তী হাতে বাগীশিকের প্রধান উপকরন গীতা বই তুলে দেন, বাগীশিক- বৈলছড়ী ইউনিয়ন সংসদ।
