মুহাম্মদ মিজান বিন তাহের:বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে বই উৎসব উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে সারাদেশের ন্যায়
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারী) ১৯ ইং বাঁশখালী পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।
দুপুরে বাঁশখালীতে উন্নত মানের মনোরম পরিবেশে অবস্থিত এই স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বাঁশখালী আদালতের সিনিয়র আইনজিবী এড.নুরুল আবচার । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী বৈলছড়ি নজমু্ন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বাঁশখালী পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলামুর রহমান।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাঁশখালী পাবলিক স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির ডাইরেক্টর মোঃ কামাল উদ্দীন,মাষ্টার অাব্দুর রহিম ছানুবী,মোঃ নুরুল আলম,মোঃ জহির উদ্দীন মজুমদার, মোঃ নোমান,মাওলানা জাকের আহমদ,খোরশেদ আলম সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।