বাঁশখালীর একমাত্র প্রধান সড়কের সংস্কার কাজ এখনও চলমান। প্রধান সড়ক সম্প্রসারণ করতে গিয়ে ১৮ থেকে ২৪ ফুট প্রস্তত করণের উদ্যোগ গ্রহন করা হলেও অবৈধ দখলদাররা দখল না ছাড়াতে সড়ক সম্প্রসারণে ভোগান্তি চলছে। এদিকে বাঁশখালীর প্রধান সড়কে গতিরোধক দেওয়া হলেও তাতে দেওয়া হয়নি কোন চিহ্ন। ফলে গাড়ি চালাতে গিয়ে গতিরোধক আঁচ করতে না পেরে দুর্ঘটনা সংঘটিত হয়। এটা থেকে পরিত্রাণ পেতে বাঁশখালী থানা পুলিশের ওসি কামাল হোসেনের নেতৃত্বে উপজেলা সদর ও থানার পাশে অবস্থিত গতিরোধকে রং করে দেয়া হয়। জনগণ এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বাঁশখালীর প্রধান সড়কের সবগুলো গতিরোধকে রং দেওয়ার আহবান জানান।

সূত্রঃ আজাদী