বাঁশখালী টাইমস: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যাপক আবু আহাদ, অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ, অধ্যাপক শহীদ উদ্দীন, অধ্যাপক আবদুল গফুর প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- জাবেদুল হক জাবেদ, এমরান উদ্দিন, জায়েদ মাহমুদ, আসমা আকতার, আজগর আলী।
সকাল ৮ টায় কলেজ মসজিদে দোয়া মাহফিল ও সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জহিরুল কাদের জাবেদ।