বাঁশখালী টাইমস: বাঁশখালী টাইমস-উৎসব শপিংমল রমজানে মাসব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৭ জুন, অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলামের সঞ্চালনায় মিশকাত উদ্দীন রুবেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত, শুভেচ্ছা বক্তব্য রাখেন শোয়াইবুল ইসলাম। পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের মধ্য থেকে অনুভূতি জ্ঞাপন করেন ইনতিজামুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।
বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও উৎসব শপিংমলের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোহাম্মদ আবু নাসের।
তিন পর্বের মোট ৯ জন বিজয়ীর হাতে মহামূল্যবান বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন- ইনতিজামুল ইসলাম, হাসানুজ্জামান চৌধুরী সায়েম, হাফেজ শোয়াইবুল ইসলাম, মেহেরুন নেছাতা, রেক মুহাম্মদ বোরহান, আদিল বিন আজাদ, হুমায়রা হক, সানজিদা হাবিব ও আফনিন।
পুরো আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিলেন উৎসব শপিংমল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাঁশখালী টাইমসের বার্তা সম্পাদক মিজান বিন তাহের, মহিউদ্দিন, ইফতিখার তারিক, হাবিবুল ইসলাম, মোহাম্মদ ফারুক, তৌহিদুল আলম প্রমুখ।