বাঁশখালী টাইমস: গত ২৭ অক্টোবর ‘পরিবেশ দূষিত করছে হামেদিয়ার টয়লেট’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করে বাঁশখালী টাইমস। নিউজটাতে তুলে ধরা হয়েছে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার শিক্ষার্থীদের ব্যবহার অনুপযোগী টয়লেটের কথা। নিউজটি প্রকাশের পর কয়েক দিনের মাথায় টয়লেটে দেওয়া হয় নতুন বদনা, পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হয় টয়লেট। ব্যবহার উপযোগী করা হলেও তখনও ভাঙ্গা ছিল টয়লেটের দরজা।
সর্বশেষ গত ১০ তারিখে টয়লেটে লাগানো হয় নতুন দরজা। এতে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী হলো হামেদিয়া মাদরাসার টয়লেট।
টয়লেট সংস্কার করায় শিক্ষার্থীরা অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
এখন শিক্ষার্থীদের দাবি- বহিরাগত কর্তৃক মাদরাসার টয়লেট ব্যবহার বন্ধ করা।