BanshkhaliTimes

বাঁশখালী টাইমসের ক্যান্সার সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

BanshkhaliTimes

গণমানুষের মাঝে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী টাইমসের উদ্যোগে ‘ক্যান্সার: প্রতিকার ও প্রতিরোধে চাই সর্বাত্মক সচেতনতা’ শীর্ষক লাইভ ওয়েবিনার গত ৪ আগস্ট ২০২১ ইং রাত ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জোহরা জামিলা খান, বিশিষ্ট ক্যান্সার গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব ও ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাট-সিসিআরটি বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামশেদ। এতে অভিমত ব্যক্ত করেন জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান।

বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা ও পরিকল্পনায় ইনতিজামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে দেশ-বিদেশের অসংখ্য দর্শক-শ্রোতা অংশগ্রহণ করেন।

ওয়েবিনারে বক্তারা বলেন- ‘ক্যান্সার মানেই মৃত্যু নয়, সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে তা সহজেই নিরাময়যোগ্য। পর্যাপ্ত সচেতনতার অভাবে এই রোগে মৃত্যুহার বেশি। পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি খাদ্যাভ্যাসেও ভারসাম্য আনা চাই। লক্ষণ দেখা দিলে অবহেলা না করে শুরু থেকেই বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি।
স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে অনেকেই লজ্জা-সংকোচে রোগ গোপন করেন। উপসর্গ দেখা দিলে খুব দ্রুতই চিকিৎসা গ্রহণের বিকল্প নেই।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *