বাঁশখালী জুড়ে আলোচনায় “মামুদু মিয়া”

বাঁশখালী টাইমস: বাঁশখালী জুড়ে আজ আলোচনায় ছিলেন মাহমুদুল ইসলাম চৌধুরী। তাকে নিয়েই যেন ফের সরগরম হয়ে উঠল বাঁশখালীর রাজনীতি। মূলত বাঁশখালীতে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল গোটা বাঁশখালীর রাজনীতি। গতকাল দুপুর থেকেই চলছে কানাঘুষা।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী নিজ বাড়িতে তার কর্মী-সমর্থকদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের আগমন উপলক্ষে এক প্রস্তুতিসভা করে। আগামী ২০ সেপ্টেম্বরের সংবর্ধনা সভা সফল করতে সকলকে আহবান জানানো হয়। তারই প্রেক্ষিতে আজ বাঁশখালী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এরশাদের আগমনকে প্রতিহতের ঘোষণা দেন।

বৈলছড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় এই সভায় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিল। প্রতিরোধ সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী এরশাদকে বাঁশখালীতে ঢুকতে দেওয়া হবে না আর বাঁশখালীতে কোনো ধরনের সংবর্ধনা সভা হতে দেওয়া হবে না।

সংবর্ধনা অনুষ্ঠান হতে দেওয়া না-দেওয়া নিয়ে দুটো পক্ষ ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে। রাজনীতি এখন ফেসবুকনির্ভর হয়ে যাওয়াতে মাঠের চেয়ে ফেসবুকের মাঠই সরগরম বেশি।

মাহমুদুল ইসলাম সমর্থকরা তার সাফাই গেয়ে ফেসবুকে বলেছে, “মামুদু মিয়া টোল বন্ধ করে দেখিয়েছে, তোমাদের ক্ষমতা থাকলে পরিবহন নৈরাজ্য বন্ধ করে দেখাও।”

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে মাহমুদুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপে তৈলারদ্বীপ ব্রীজে টোলগ্রহণ বন্ধ হয়ে যায়। এতে খুশি হয়ে পরিবহন শ্রমিকেরা তার ছবির স্টিকার সিএনজিসহ বিভিন্ন যানবাহনে লাগিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

অপরদিকে তার প্রতিপক্ষরা এটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। এমপি মোস্তাফিজুর রহমান তার বিভিন্ন বক্তব্যে জানান দিয়েছেন যে, টোল বন্ধের উদ্যোগ মূলত তিনিই নিয়েছিলেন।

বাঁশখালী ছাড়াও চট্টগ্রাম শহরে অবস্থানরত রাজনীতিসচেতন ও রাজনীতিসংশ্লিষ্ট বাঁশখালীবাসীর মাঝে এটা নিয়ে আলোচনায় মুখর হতে দেখা গেছে।

এমনিতেই বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মেয়র, দক্ষ কূটনীতিক, বাগ্মী মাহমুদুল ইসলাম চৌধুরী রাজনীতিতে আসার শুরু থেকেই আলোচিত-সমালোচিত। সেটা এখনো তার পিছু ছাড়েনি। গেল জাতীয় নির্বাচনেও তিনি বাঁশখালী -১৬ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। ১১তম সংসদ নির্বাচনেও তিনি নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে।

শেষমেষ কত দিন আলোচনায় থাকেন এই “মামুদু মিয়া” সেটাই এখন দেখার পালা!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *