মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ১০টি অস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ।
মঙ্গলবার সাড়ে ৪ টার দিকে চাম্বল নতুনপাড়া এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরী করে ক্রয় বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে একটি দল
টিনের দোচালা ঘরের ভিতর সাদা প্লাষ্টিকের বস্তা হতে দেশীয় তৈরী ০৮ টি ওয়ান শুটারগান, ০২ টি টু-টু পিস্তুল এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ জাকির হোসেনকে (৫০) আটক করেছে। সে চাম্বল ইউপির ৬ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৌলভী নুরুল হুদার পুত্র।
সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল চাম্বল এলাকার দূর্গম পাহাড়ী এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ ও ১০টি অস্ত্রসহ মূল কারিগরকে আটক করেছে র্যাব-৭। বুধবার দুপুর ১২ টার দিকে প্রেস ব্রিফিং করেন র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ, পিএসসি। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বাঁশখালী চাম্বল এলাকার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ টি অস্ত্রসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে।