বাঁশখালী টাইমস: বাঁশখালী ছাত্র সংস্থার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ মিলানয়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি জিএম সালাহউদ্দিন কাদের আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনহাজ উর রহমান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সন্মানীত সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্বিট স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মো. আমিরুল হক (ইমরুল কায়েস), এম এ ছগীর আল কাদেরী প্রমুখ।
