তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- বাঁশখালী গার্লস কলেজ পরিদর্শনে আজ বাঁশখালী এসেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। তিনি বেলা একটায় কলেজে আগমন করেন। কলেজের অফিসে কিছুক্ষণ অবস্থান শেষে তিনি বৈলছড়ীস্থ খান বাহাদুর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় তিনি বাঁশখালীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাঁশখালীর মিষ্টি পানের কথা শুনে মায়ের জন্য ৩৮০ টাকার মিষ্টি পানও কিনে নেন জাপানের এই রাষ্ট্রদূত। পরে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী পেকুয়ায় একাধিক অনুষ্ঠান শেষে খান বাহাদুর বাড়িতে এসে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে বেলা চারটায় কলেজ পরিদর্শনে আসেন। এসময় কলেজের প্রতিষ্ঠাতা কলেজের নির্মানাধীন ভবনের চলমান কাজ ঘুরে ঘুরে দেখান বাংলাদেশে নিযুক্ত জাপানের এই রাষ্ট্রদূতকে। কলেজের প্রতিষ্ঠাতা ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী সংক্ষেপে বাঁশখালীর পরিচিতিও তুলে ধরেন জাপানের রাষ্ট্রদূতের সাথে আলাপচারিতায়। জাপানের রাষ্ট্রদূতও প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় স্থানীয় ইউপি মেম্বার, কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।