BanshkhaliTimes

বাঁশখালী গার্লস কলেজের অধ্যক্ষ মুসা সিকদারের বিদায় সংবর্ধনা

BanshkhaliTimes

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুসা সিকদারের অবসরজনিত বিদায়ে এক সংবর্ধনার আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক জমির উদ্দিন চৌধুরী।

সংবর্ধিত অধ্যক্ষ মুসা সিকদার বলেন- ‘এ কলেজের সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিষ্ঠাতা পরিবারসহ কলেজের প্রতিটি সহকর্মীর আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।

বক্তব্যে কলেজের কর্মরত সকল শিক্ষক বিদায়ী অধ্যক্ষের কর্ম দক্ষতা, যোগ্যতা ও প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখসহ বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন সভাপতির বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে অত্র কলেজের প্রতিষ্ঠতা ও গর্ভনিং বডির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর অসমান্য অবদান, দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষা বিস্তারে গার্লস ডিগ্রি কলেজের ভূমিকা উল্লেখ করেন।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *