বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়া মজিদিয়ার
তরিকত মাহফিল চেচুরিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি জুমা’আ বার বাদ আসর হতে বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়ার তরিকত মাহফিল আরম্ভ হয়। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আলহাজ মাওলানা এনামুল হক মুজাদ্দেদি। বিশেষ আলোচক ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা জমির উদ্দিন নেছারী। আলোচক হিসেবে ছিলেন মাওলানা রফিকুল হক, মাওলানা খোরশেদুল ইসলাম, মাওলানা নুরুন্নবী, মাওলানা আলী আহমদ, মাস্টার আবু তাহের, মাওলানা এন.এ হেলাল চৌধুরী, মাওলানা রফিকুল আজম চৌধুরী গোফরান প্রমুখ।
এতে পরকালমুখী জীবনযাপন ও নামাজের একনিষ্ঠতার ব্যাপারে আলোচনা করা হয়। বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে তরিকত মাহফিল সমাপ্ত হয়।
