তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)-বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়া মজিদিয়ার ৪৬ তম বার্ষিক মাহফিল ও গারাংগিয়ার বড় হুজুর, ছোট হুজুর (রহঃ) এর ইসালে সওয়াব মাহফিল গতকাল চেচুরিয়াস্থ খানকাহ প্রাঙ্গনে মাওলানা আহমদ নজীরের সভাপতিত্বে ও হাফেজ আরিফুল ইসলামের পরিচালনায় অনু্ষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে- দরবারে আলিয়া গারাংগিয়ার হযরত বড় হুজুর (রহঃ) ও হযরত ছোট হুজুর ( রহঃ) এর খলিফা আলহাজ্ব মাওলানা ক্বারী আবদুচ ছবুর মজিদী সাহেব, বিশেষ মেহমান হিসাবে- হযরত বড় হুজুর (রহঃ) এর দৌহিত্র প্রফেসর মাওলানা মহিউদ্দীন মজিদী, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জমির উদ্দীন নেছারী, সাতকানিয়া আল হামেদী দারুল হুফফাজ একাডেমীর পরিচালক আলহাজ্ব শাহ্ মাওলানা আবুল হাশেম, কফিল উদ্দিন, মোহাম্মদ জোবাইর চৌধুরী, আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে- দরবারে আলিয়া গারাংগিয়া শরিফের হযরত বড় হুজুর (রহঃ) এর সুযোগ্য দৌহিত্র ও জাফরাবাদ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ মাওলানা ইউসুফ বিন নুরী, বিশেষ বক্তা হিসাবে- বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলাম, বোয়ালখালি হামিদিয়া মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা হাছান চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহঃ) এর জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন এবং ত্বরিকতের সাথে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। মাহফিলে বড় হুজুর (রাহঃ) এর খলিফা ক্বারী আবদুছ ছবুর মজিদী সাহেব ত্বরিকতের সদস্যদের সবক প্রদান করেন। মাহফিল শেষে আগত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।