(বাঁশখালী টাইমস-তাফহীমুল ইসলাম): দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদরাসার ক্যাম্পাসে অবস্থিত বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়া মজিদিয়ার ৪৫তম বার্ষিক মাহফিল ও গারাঙ্গিয়ার বড় হুজুর, ছোট হুজুর (রহ.) এর ইছালে সওয়াব মাহফিল গতকাল খানকাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন গারাঙ্গিয়ার বড় হুজুরের খলিফা ক্বারী আবদুল মাবুদ, বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ নজীর, বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, জাফরাবাদ ফাযিল মাদরাসার অধ্যাপক ও বড় হুজুরের দৌহিত্র মাওলানা ইউসুফ বিন নুরী, জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, সাতকানিয়া দারুল হুফফাজ একাডেমীর পরিচালক মাওলানা আবুল হাশেমসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বড় হুজুরের দৌহিত্র মাওলানা ইউসুফ বিন নুরী তার বক্তব্যে বড় হুজুর, ছোট হুজুরের বিভিন্ন কারামত তুলে ধরেন। বড় হুজুরের খলিফা মাওলানা আবদুল মাবুদ সাহেব মাহফিলে আগত গারাঙ্গিয়া দরবার শরীফের অনুসারীদের নতুন সবক প্রদান করেন এবং মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন।
মাহফিল শেষে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।