BanshkhaliTimes

বাঁশখালী কমল স্মৃতি সংসদ কর্তৃক কারণ দর্শানোর নোটিশ ও পাল্টা বক্তব্য

বাঁশখালী কমল স্মৃতি সংসদের সভাপতি জালাল উদ্দিন ও সেক্রেটারী আজিম উদ্দিনের বিরুদ্ধে অনিয়তান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তাদের স্বাক্ষরিত কমল স্মৃতি সংসদের পেডে এই হস্তক্ষেপের ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে। সভাপতির ফেসবুক আইডিতে তিনি নিজেও এটা নিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ”সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকান্ডের কারণ দর্শানো নোটিশ” এবং ঠিক তার নিচে প্রেস বিজ্ঞপ্তিটি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

BanshkhaliTimes

অপরদিকে কমল স্মৃতি সংসদের সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক যুগ্ম আহবায়ক, যার নাম সংশ্লিষ্ট পেডে এসেছে, তার সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে মোট ২৯ সদস্যের মধ্যে ২০ জন সদস্যের অনাস্থার ভিত্তিতে ‘জালাল-আজিম’ কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এবং ৭জন কার্যকরী কমিটির ৫ জন পদত্যাগ করেছে। সংখ্যাগরিষ্ট কাউন্সিলরের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *