তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে বৈলছড়ি ইউনিয়ন কমিটি গঠনে এক আলোচনা সভা আজ দুপুরে চেচুরিয়া আল আরবিয়া আল আনছারী আল ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
এতে বাঁশখালী কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি জলদী আজাদাবাদ রহমানিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক চেচুরিয়া আল আরবিয়া আল আনছারী আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা আহমদ হোছন, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা হাফেজ রুমান, মাওলানা ক্বারী ইদ্রিস, মাওলানা জাফর আহমদ, মাওলানা সিরাজকে ইসলাম, মাওলানা মনিরুল্লাহ, মাওলানা জমির, মাওলানা জুনাইদ, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা আমির হোসেন নাছেরী, মাওলানা জাকারিয়া, মাওলানা ক্বারী এমরান, মাওলানা আনিছুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইবরাহিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বৈলছড়ি দারুল উলুম মার্কাজুচ্ছুন্নাহ ইসলামি কিউস গার্ডেন এর পরিচালক মাওলানা ক্বারী এমরানকে সভাপতি ও বৈলছড়ি দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইবরাহিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম নারী কান্ট্রি হেড হলেন বাঁশখালীর ডা. নাজনীন আনওয়ার