BanshkhaliTimes

বাঁশখালী উৎসব শপিং মলে ঈদ বিক্রয় উৎসব, ১ম পুরস্কার ফ্রিজ

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। তার থেকে পিছিয়ে নেই বাঁশখালীও। বাঁশখালীর বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে আধুনিক মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। একসময় ভালোমানের কিছু পেতে হলে বাঁশখালীর মানুষকে পাড়ি দিতে হতো নগরে। কিন্তু এখন সেই দিন আর নেই। সবই পাওয়া যাচ্ছে হাতের নাগালে। সম্প্রতি রামদাশ মুন্সির হাটস্থ মা-শিশু জেনারেল হাসপাতালের সামনে সুন্দর, মনোরম পরিবেশে গড়ে ওঠেছে শীতাতপ নিয়ন্ত্রিত উৎসব শপিং মল। যা সার্বক্ষণিক সি. সি. ক্যামেরার আওতাভুক্ত, দক্ষ ও শিক্ষিত কর্মকর্তা কর্মচারী দ্বারা পরিচালিত। এখানে রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ, দেশী-বিদেশী ব্যান্ডের পণ্যের বিপুল সমাহার, সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ।

উৎসব শপিং মল এবারের ঈদ উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে “ঈদ বিক্রয় উৎসব”। যা ১লা মে থেকে শুরু হয়েছে। চলবে ঈদের দিন পর্যন্ত। প্রতি ৩০০/ টাকার পণ্য ক্রয়ে থাকছে একটি উৎসব ঈদ লাকী কূপন। যার ড্র’তে রাখা হয়েছে ৩৫টি আকর্ষনীয় পুরস্কার। পুরস্কারগুলো যথাক্রমে-
©প্রথম পুরস্কার- ফ্রিজ
©দ্বিতীয় পুরস্কার- এল ই ডি টিভি
©তৃতীয় পুরস্কার- ৩টি টেবিল ফ্যান
©চতুর্থ পুরস্কার- ৪টি মোবাইল
©পঞ্চম পুরস্কার- রাইজ কোকার
©ষষ্ঠ পুরস্কার- ব্লানডার মেশিন
©সপ্তম পুরস্কার- ৩টি চার্জ লাইট
©অষ্টম পুরস্কার- ৩টি আইরণ
©নবম পুরস্কার- ৮টি থ্রি-পিচ
©দশম পুরস্কার- ১০টি শাড়ী।।

কূপনের ড্র অনুষ্ঠিত হবে ৭ই জুন ২০১৯ শুক্রবার বিকেল ৪টায় উৎসব শপিং মলের আঙ্গিনায়।

উৎসব শপিং মলের আয়োজনে যা থাকছে-
®শাড়ী, থ্রি-পিচ, লেহেঙ্গা গ্যালারী
®কসমেটিকস এন্ড জুয়েলারী জোন
®কিডস গ্যালারী
®জেন্টস কালেকশন
®পাদুকা গ্যালারী
®ব্লেজার, কোট, শাটিং-স্যুটিং
®বোরকা গ্যালারী
®থান কাপড় গ্যালারী

ঈদ বিক্রয় উৎসবের ব্যাপারে জানতে চাইলে উৎসব শপিং মলের প্রধান পরিচালক এডভোকেট মুহাম্মদ নাছের জানান- “ঈদ বিক্রয় উৎসব এর উদ্দেশ্য হল মানুষকে কেনাকাটার জন্য উৎসাহিত করা ও নিজের পছন্দসই পণ্য কেনার জন্য সচেতন করা। ঈদ পরবর্তী আরও একটি মজাদার উৎসবে সবাইকে শামিল করে ঈদের আনন্দ উপভোগ করা।”

ঠিকানা: স্বপ্নীল সুপার মার্কেট (২য় তলা)
রামদাশ মুন্সির হাট, বাঁশখালী, চট্টগ্রাম
♪০১৮১৬-০৫২৯৪৮, ০১৭১৯২৮১৭৭৩

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *