মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী:
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় এবার যোগ হলো ডিজিটাল এক্সরে সুবিধা। গতকাল মঙ্গলবার থেকে এ সুবিধা চালু হয়েছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাঁশখালী হাসপাতালে করোনাকালীন সময়ে আইসোলেশান সেন্টারসহ বিভিন্ন চিকিৎসা সুযোগ সুবিধার পাশাপাশি প্রায় ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হলেও ইলেকট্রিক্যাল কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এক্সরের প্রয়োজন হলে বাইরে বেসরকারি হাসপাতালে করতে হতো। অনেক দিন পর এই সেবা থেকে বঞ্চিত সাধারণ জনগণ এই চিকিৎসা সেবা নিতে পারবেন স্বল্প খরচে। এবার যোগ হলো ডিজিটাল এক্সরে সেবা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, বর্তমানে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন সর্ম্পূণ রূপে প্রস্তুত করা হয়েছে সেবাগ্রহীতাদের জন্য। এখন থেকে সরকারি ফি দিয়ে কম খরচে যক্ষ্মা রোগীসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োাজন মতো এক্সরে সুবিধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিতে পারবে। স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ চিকিৎসার পাশাপাশি, দন্ত, চক্ষু, করোনার বিশেষ চিকিৎসা সেবা টিকা নিতে সাধারণ জনগণের প্রতি আহবান জানান তিনি ।