মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচী পালনসহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডা. অলক দের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহিম, ডা. সওগাত
ডা. অাসিফসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।