তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নতুন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরানুল হক। এমরানুল হক বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যায়- মনোনয়ন যাচাই বাছাইয়ের দিনে এমরানের মনোনয়ন বৈধ ঘোষিত হলেও পরে তা অবৈধ ঘোষিত হয়। মনোনয়ন অবৈধ ঘোষনা করা হলে এমরানুল হক আইনের আশ্রয় গ্রহণ করেন। এতে গত বৃহস্পতিবার আদালত তার মনোনয়ন বৈধ ঘোষনা করে এবং উড়োজাহাজ প্রতীক বরাদ্দ দেয়।
বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেকে ইতিমধ্যে বিভিন্ন সমীকরণ মিলিয়ে ফেলেছেন। কিন্তু হঠাৎ করে এমরানুল হকের মনোনয়ন বৈধ হওয়ায় সবাইকে নতুন করে ভাবতে হচ্ছে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে। বাঁশখালী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চারজনের মধ্যে তিনজনের বাড়িই উত্তর বাঁশখালীতে। একমাত্র এমরানই দক্ষিণ বাঁশখালীর সন্তান। যার কারণে দক্ষিণ বাঁশখালীতে থাকবে তার একক আধিপত্য। তাছাড়া পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ছাত্রনেতা হিসেবেও এমরানুল হকের ভালো একটি অবস্থান রয়েছে। সবমিলিয়ে দেখা যাক- কেমন নির্বাচন হচ্ছে? কারা হচ্ছে বাঁশখালী উপজেলা পরিষদের নতুন জনপ্রতিনিধি।
