বাঁশখালী উপজেলা পরিষদ কর্তৃক অায়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সাথে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.।
আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমান মোল্লা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে মোস্তাফিজুর রহমান এমপিকে সম্মাননা জানানো হয়।
বাঁশখালী অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা চাম্বল অাওয়ামী লীগের অাহবায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুরেরর চেয়ারম্যান এডভোকেট আলমকে উপহার দিয়ে সম্মান জানানো হয়।
এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা অা.লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ানম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।