BanshkhaliTimes

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারকে বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবারের ফুলেল শুভেচ্ছা

BanshkhaliTimes

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার মহোদয়ার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবার, সাথে আরও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামরুল আযাদ স্যার, এবং অফিসার ইনচার্জ বাঁশখালী থানার মোঃ সালাহউদ্দিন স্যারের সাথে। “বাঁশখালী ব্লাড ব্যাংক” এর প্রতিষ্ঠাতা এডমিন (সজীব নমঃ শুভ), সংগঠনের এডমিন, মডেরেটর, কার্যকরী ও সহ-কার্যকরী পরিষদ, রাহুল, স্বরূপ, জিসান, জয়, সামিত, তালেব, পরিতুষ, সাগর, জাবের, মোর্শেদ, রূবেল, আসুতুল, রহমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

BanshkhaliTimes

আজ শুভেচ্ছা বিনিময় করার সময় সংগঠনের সকল কার্যক্রম তুলে ধরা হয়েছে, বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবার। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল বাঁশখালীর অসহায় রোগীদের এবং হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং রক্তের অভাবে যেন কোন বাঁশখালীর অসহায় রোগী কষ্ট না পায়। পথ শিশুদের জন্য কিছু করার এবং বাঁশখালীর হতদরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ছিল আমাদের মূল উদ্দেশ্য।

২০১৬ সালের শেষাংশে প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠনের এডমিন, মডারেটর, কার্যকরী, সহ-কার্যকরী ও শুভাকাঙ্ক্ষী সদস্য সহ বর্তমানে ১০০ জনের বেশি সদস্য রয়েছে।

২০১৬ সাল থেকে বাঁশখালী ব্লাড ব্যাংক এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি……

১/ বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে..৫/১১/১৬ইং
২/ সরকারি আলাওল ডিগ্রি কলেজ মাঠে..২৩/৭/২০১৭ইং
৩/ বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে.. ৫/১১/২০১৭ইং
৪/ সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে… ১১/৩/২০১৮ইং
৫/ পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে… ১২/৭/২০১৮ইং
৬/ বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজ মাঠে…১৩/৮/২০১৮ইং

৫/১১/২০১৭ইং তারিখে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো বাঁশখালী ব্লাড ব্যাংক এর উদ্যোগে ১১/২/২০১৮ইং তারিখে বাঁশখালীর পশ্চিম উপকূলীয় ছনুয়া ইউনিয়নে হতদরিদ্র, শীতার্তদের মাঝে ৫০০ জনের উপরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাঁশখালী ব্লাড ব্যাংক সম্পূর্ণ ফ্রি এবং স্বেচ্ছায় ২০০০ ব্যাগের বেশি রক্তদানের মাধ্যমে সহযোগিতা করছেন অসহায় রোগীদের। যে যে হাসপাতাল গুলোতে আমাদের সংগঠনের ডোনার গুলোকে ফ্রি এবং স্বেচ্ছায় রক্তদান সহযোগিতা অব্যাহত রয়েছে-
১/ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,
২/ বাঁশখালী মা ও শিশু হাসপাতাল
এছাড়াও চট্টগ্রাম শহরে আমাদের সংগঠনের সকল সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সহযোগিতা করতেছেন অসহায় রোগীদের।

আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল,থাকবে। আজ আমরা বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবার সবার সহযোগিতা কামনা করছি, সবাইকে একতাবদ্ধ হয়ে বাঁশখালীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

জয় হোক মানবতার,
জয় হোক সকল স্বেচ্ছাসেবকদের,
“রক্ত দিন জীবন বাঁচান”

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *