BanshkhaliTimes

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হলেন লায়ন শেখর দত্ত

BanshkhaliTimes

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক বাঁশখালীর কৃতিসন্তান লায়ন শেখর দত্ত।

এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘সরকারি সংস্থার সহযোগী হিসেবে কাজ করার সুযোগ নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তি। আমার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিলেমিশে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাঁশখালী উপজেলায় জবাবদিহিতার সংস্কৃতি চালু, স্বচ্ছতা আনয়ন ও দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এই গুরু দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই।’

লায়ন শেখর দত্ত একজন সমাজসেবী, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে সর্বমহলে সুপরিচিত। তিজ বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য, ঢাকা কর আইনজীবী সমিতির সদস্য, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য, পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাধনপুর জ্বালাকুমারী মাতৃকা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, সাধনপুর সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক, কদম মোবারক মুসলিম এতিমখানা ও রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের আজীবন সদস্য ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫বি-৪ বাংলাদেশের জোন চেয়ারম্যান ও কসমোপলিনের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লায়ন শেখর দত্ত সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মৃদুল কান্তি দত্ত ও মাতা বীথিকা দত্ত।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *