তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ গ্রীণ চিলি রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী নিজাম উদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জালাল উদ্দীন, আবদুল মালেক, মুহাম্মদ পারভেজ, জসিম উদ্দীন, আলী রিয়াজ খান, দিদারুল ইসলাম, সম্রাট, জীবন, শাকিল, সুমন চৌধুরী, জাসেদ, রবিউল আলম, মুহাম্মদ হাসান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।