৮ জুলাই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। এরই মধ্যে বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির অনন্য দৃষ্টান্ত, রাজপথ থেকে সৃষ্ট মেধাবী সংগঠক এম. দিলদার এইচ রানা। তিনি এ প্রসঙ্গে বলেন ‘ছাত্র রাজনীতিকে চাঙ্গা করতে আমি শ্রম-ত্যাগ করতে কখনো কার্পন্য করিনি। আশা করি দল আমার সেই শ্রমের মূল্যায়ন করবে। দলের দুঃসময়ে, আন্দোলন সংগ্রামে দলের সাথে রাজপথে ছিলাম, এখনো আছি, আগামীতেও দলের সাথে থাকবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা শাখা’র আহ্বায়ক প্রার্থী হিসেবে ফরম জমা দেওয়ার পর তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি