BanshkhaliTimes

বাঁশখালী উপজেলার লক্ষী স্কয়ারে ওমেন্সএরা শপ উদ্বোধন

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: নারীদের আধুনিক মানের কাপড় নিয়ে বাঁশখালী উপজেলার লক্ষী স্কয়ারে উদ্বোধন হয়েছে নতুন প্রতিষ্ঠান ‘ওমেন্সএরা’ শপ। উপজেলা সদরস্থ লক্ষী স্কয়ারের দ্বিতীয় তলায় আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনকালে শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, ব্যবসায়ী নজরুল ইসলাম সিকদার, নারী উদ্যোক্তা মমতাজ জাহান হ্যাপী, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মনজুরুল আলম মনজুর, মেম্বার আবদুর রহমান, ফারুকুল ইসলাম, রফিক আহমদ সওদাগর, ইসলামুল হক মাসুদ, জিয়াউল হাসান হোসাইনি, ছাত্রনেতা ফরহাদুল ইসলাম, খোরশেদ আলম, নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ওমেন্সএরা শপের প্রোপ্রাইটর আবদুল আলিম বলেন, ‘বেশি বিক্রি, লাভ কম’ স্লোগান নিয়ে আমরা আজ ওমেন্সএরা উদ্বোধন করেছি। আমাদের কাছে পার্টি ড্রেস, লেহেঙ্গা, থ্রী পিসসহ নারীদের কাপড়ের প্রায় সবধরনের আইটেম পাওয়া যাবে। আমাদের ঠিকানা লক্ষী স্কয়ার (২য় তলা, ১০ নং দোকান)। মোবাইল- ০১৮১২৬৮৬৭১৯। আমাদের প্রতিষ্ঠানে সবাইকে স্বাগতম।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *